আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আমুর বাসভবনে ১৪ দলের সভা আজ


অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলের সভা আজ। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৩ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে জোটের শরিকেরা ১৪ দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন। জোটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, জোট আছে, জোট থাকবে।

আরও পড়ুন গণভবনে ১৪ দলের সভা আগামিকাল

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন ছাড় পায়নি ১৪ দলের শরিকেরা। এতে নাখোশ ছিলেন নেতারা। এরপর থেকেই জোটের প্রাসঙ্গিকতা আছে কি না, সে প্রশ্ন তোলেন শরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে আজকে সভায় বসবে ১৪ দলের শরিকরা। এতে জোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। জোটের পরবর্তী কর্মসূচির ঘোষণাও আসতে পারে আজকের সভা থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর