নিজস্ব প্রতিবেদক
উত্তর পতেঙ্গা জেলে পাড়াস্থ শ্রী শ্রী শনি দেব মন্দিরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৮ ও ৯ মার্চ ২ দিন ব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে গৌর দাসের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী শনি দেব মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি গৌর দাস।
প্রধান আলোচক ছিলেন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং বিজয়নগর ও কাটগড় শাখার পরিচালক টিটু দেব।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল লোধ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী পতেঙ্গা থানার সভাপতি সোনা বাবু জলদাশ, উত্তর পতেঙ্গা জলদাশ পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিন্দা জলদাশ, সাধারণ সম্পাদক শেফাল দাশ, লোকনাথ সংঘের সভাপতি আশীষ দাশ, কৃষ্ণ দাশ, আজালা দাশ, প্রিয়নাথ, শুকলাল দাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহারানী দাশ, দীপক দাশ, রাজীব দাশ, চন্দন দাশ, নিখিল দাশ, সন্জিত দাশ, শুকলাল দাশ, মিঠু দাশ, অজিত দাশ, রিতু দাশ, রুপালী দাশ, দীপালী দাশ, মিশু দাশ, মিনু দাশ, দোলন দাশ, বাদশা দাশ, শান্ত দাশ, সজিব ভট্টাচার্য ও প্রভাস দাশ।