অনলাইন ডেস্কঃ নগরীর ফিরিঙ্গিবাজারে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (১৭ এপ্রিল)ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের টেকপাড়া ও এয়াকুব নগর বস্তির ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারকে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- প্রতিটি পরিবারের জন্য একটি ত্রিপল, দুইটি স্লিপিং ম্যাট ও একটি কিচেন সেট।
আরও পড়ুন রেড ক্রিসেন্ট মানবিক কার্যক্রম পরিচালনা করছে: প্রধানমন্ত্রী
এসময় মেয়র বলেন, ‘অগ্নিকান্ডের সময় থেকেই চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করে যাচ্ছে, ক্ষতিগ্রস্তদের দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে জরুরি সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে।’
রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত নারী কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, এইচ এম সালাউদ্দিন, নেছার আহমেদ, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মো. ইমতিয়াজ, এসএম শওকত ওসমান, বনজীর আহমেদ, রাইসুল ইসলাম এমিল, শহিদুল ইসলাম পিন্টু, আ ন ম তামজীদ, দীপ্ত ভট্টাচার্য্য, মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।