আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বাঁশখালীতে রত্নগর্ভা সম্মাননা পেলেন ১২ মা


বাঁশখালীর ১২ জন মহিয়সী মাকে রত্নগর্ভা সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি জলদী ইয়ং সংসদের উদ্যোগে উপজেলার উত্তর জলদীি গ্রামে ত্রি-চীবরধারী, পাংশুকুলিক ও অরণ্যবিহারী ড. এফ. দীপংকর মহাথের ধুতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি বাবুল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল ও প্রধান বক্তা ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান।

বাঁশখালী পৌর মেয়র অ্যাড. এস এম তোফাইল বিন হোসাইনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া।

রত্নগর্ভা সম্মাননায় ভূষিত হয়েছেন যারা-ঐরবালা বড়ুয়া (মরণোত্তর), পুটু রাণী বড়ুয়া, ফণি বালা বড়ুয়া, শিক্ষিকা প্রভাতি বালা বড়ুয়া, অনিলা বালা বড়ুয়া মরণোত্তর), শিক্ষিকা সাধনা প্রভা বড়ুয়া (মরণোত্তর), শিক্ষিকা কৃষ্ণা বড়ুয়া, ডলি বড়ুয়া, মাধবী বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, অনুশ্রী বড়ুয়া (মরণোত্তর) ও টকি বড়ুয়া (মরণোত্তর)।

জলদী ইয়ং সংসদের সাবেক সভাপতি অসীম বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের, শ্রদ্ধানন্দ ভিক্ষু, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব অরবিন্দ বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুভাষ বড়ুয়া, সিইউজের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাংবাদিক রাহুল দাশ নয়ন, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, শচীন্দ্র লাল বড়ুয়া, ব্যাংকার রাখাল চন্দ্র বড়ুয়া, শ্রীমন্ত বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, রাহুল বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, অনু বড়ুয়া বাবু, লন্ডন প্রবাসী স্বপন বড়ুয়া ও সুমনপ্রিয় বড়ুয়া সুধন, জলদী ইয়ং সংসদের সভাপতি সাংবাদিক সুবল বড়ুয়া, উদযাপন কমিটির কার্যকরী সভাপতি উপন বড়ুয়া, সমন্বয়ক জীবক বড়ুয়া জিকু, সাধারণ সম্পাদক শিক্ষক বাবলু বড়ুয়া, আপন বড়ুয়া, রিপুল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, রিন্টু বড়ুয়া, শ্রাবণী বড়ুয়া কলি, শরণ, পিন্টু, হিমেল, বসুমিত্র, রাজেশ, মুন্না, অজয়, রবি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বান্দরবানের গভীর অরণ্যে ধ্যান সাধনায় লিপ্ত থাকা ড. এফ. দীপংকর মহাথের ধুতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা উপলক্ষে ১২ জন মহিয়সী মা’কে রত্নগর্ভা সম্মাননা দেয়ার বিষয়টি প্রশংসনীয়। এর মাধ্যমে গ্রাম, সমাজ ও দেশে শিক্ষা অনুরাগীরা আরো বেশি অনুপ্রাণিত হবেন। পাশাপাশি শিক্ষার গতিকে আরো তরান্বিত করবে। যেই জাতি, দেশ যত বেশি শিক্ষিত, সেই দেশ ততবেশি উন্নত।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর