সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস ১ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আওয়ামীলীগ নেতা বলরাম চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ডা. লোকমান হাকিম, মাস্টার সাইফুদ্দীন মিন্টু, মো. জসীম উদ্দিন ও বৈলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার।
ইংরেজি বিভাগের প্রভাষক সালমা আহসান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আবু তাহের (ইংরেজি), ড. শিব প্রসাদ শূর (দর্শন), খালেদুর রহমান (অর্থনীতি), জসীম উদ্দীন চৌধুরী (রাষ্ট্র বিজ্ঞান), আনিসুল মালেক (কম্পিউটার), মুজিবুল হক চৌধুরী (হিসাব বিজ্ঞান), মুবিনুর রহমান চৌধুরী (মানব সম্পদ), আবু তৈয়ব (জীব বিদ্যা), তাজুল ইসলাম (জীববিদ্যা)সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রদর্শক রূপম কুমার নাথের পরিচালনায় ব্ঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী- বরমা কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও নাছরীন আক্তার বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত কর্ণধার। তাদেরকে অবশ্যই মানবসম্পদ হতে হবে। তারা চাইলেই দেশ ও বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। বক্তারা নবাগত শিক্ষার্থীদের জন্য শুভ ও সাফল্য কামনা করেন।
Leave a Reply