আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিল সার্জন

চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ১১


চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ কমেছে। এ সময়ে নতুন ১১ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ৩৩ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে আজ জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও মিরসরাই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৫৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। বেসরকারি ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনায় শহরের ১ ও গ্রামের ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শেভরনে ১৮ জনের নমুনার মধ্যে শহরের একজন করোনায় আক্রান্ত মিলে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৩ নমুনায় শহরের ২ টিতে সংক্রমণ ধরা পড়ে। এছাড়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ও এপিক হেলথ কেয়ারে ৬ টি করে, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পাঁচটি ল্যাবে পরীক্ষিত ৪৫ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এদিন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ২১ দশমিক ০৫ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৮ দশমিক ১৬, শেভরনে ৫ দশমিক ৫৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬৬ দশমিক ৬৬ শতাংশ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।

সূত্র : বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর