আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ তীব্র গরম এবং লোডশেডিংয়ে হাঁপিয়ে ওঠা জনজীবনে কক্সবাজারে অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে বেশি সময় স্থায়ী ছিলো না এ বৃষ্টি। বৃহস্পতিবার (২ মে) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে সকাল ১০টা থেকে কিছুটা মাঝারি বৃষ্টিপাতে রূপ নেয়। তীব্র গরমের মধ্যে বৃষ্টি পেয়ে জেলা শহরের লোকজনের মাঝে স্বস্তি এসেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন বলেন, ভোরের বৃষ্টিটা গুঁড়ি গুঁড়ি ছিল। মূলত বৃষ্টি হয়েছে সকাল ৯টার পর থেকে। বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও ২-৩ দিন কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, জেনে নিন আরো যেসব পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে দিনপার করেছে কক্সবাজারবাসী। তাই প্রতীক্ষার বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকে ঘর থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজেছেন।
স্কুল শিক্ষার্থী তাসনিয়া হাসান তাহি বলেন, প্রচণ্ড দাবদাহে বৃষ্টি কিছুটা হলে স্বস্তির ছিল। আল্লাহর কাছে প্রার্থনা যেন জনজীবন যেন স্বস্তির হয়।