অনলাইন ডেস্কঃ সাতকানিয়ায় শতভাগ পাশের হারে কৃতিত্ব দেখিয়েছে মির্জাখীল কলেজ। এই কলেজ থেকে চলতি বছর ১৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩জনই কৃতিত্বের সাথে পাশ করেছেন। রবিবার (২৬ নভেম্বর) সাতকনিয়া অঞ্চলের কলেজগুলোর এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার সাতকানিয়া সরকারি কলেজ থেকে ৯৮১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৭৯৬ জন। এই কলেজে পাশের হার ৮১ দশমিক ১৪ শতাংশ এবং কলেজটি থেকে এ প্লাস পেয়েছেন ২৫ জন।
চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের ১৮০ পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন পাশ করেছেন। কলেজটিতে পাশের হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং এই কলেজ থেকে
১০ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছেন।
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৫১ জন। এই কলেজে পাশের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং কলেজটি থেকে এ প্লাস পেয়েছেন ৪ জন।
[caption id="attachment_21516" align="alignnone" width="556"] ছবি: একনজরে সাতকানিয়া -লোহাগাড়া অঞ্চলের কলেজগুলোর পরীক্ষার্থীদের পাশের হার[/caption]
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ থেকে ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৬১ জন। কলেজটির পাশের হার ৩৪ দশমিক ৩৩ শতাংশ এবং এ প্লাস পেয়েছেন ১ জন শিক্ষার্থী।
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ থেকে ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৫২ জন। এতে পাশের হার ৬৪ দশমিক ১২ শতাংশ, তবে এই কলেজ থেকে কেউই জিপিএ ৫ পাননি।
আরও পড়ুন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
কর্ণেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজের ৪৮০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৪৮ জন। এতে কলেজটির পাশের হার ৫০ দশমিক ৫১ শতাংশ এবং কলেজটি থেকে এ প্লাস পেয়েছেন ১ জন।
চলতি বছর লোহাগাড়া অঞ্চলের কলেজগুলোর মধ্যে চুনতি সরকারি মহিলা কলেজে পাশের হার ৭২ দশমিক ৩৩ শতাংশ, মোস্তফা বেগম মোমোরিয়াল কলেজে পাশের হার ৭০ শতাংশ, মোস্তাফিজুর রহমান কলেজের পাশের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ এবং বার আউলিয়া ডিগ্রী কলেজের পাশের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
এবার এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কর্ণেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজ থেকে অংশ নেয়া ১২৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১১৭ জন, অর্থাৎ কলেজটিতে পাশের হার ৯৩ দশমিক ৬০ শতাংশ। সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ থেকে ভোকেশনাল ১৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৮ জন। সে হিসেবে কলেজটিতে পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।