মোঃ শোয়াইব,হাটহাজারী
হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১০ দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
সহকারি কমিশনার ভূমি আবু রায়হান বলেন, হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কিছু কিছু এলাকায় দোকানপাট বন্ধ পাওয়া যায়।
তবে বিশ্ববিদ্যালয় ১ নং গেট, ইসলামিয়াহাট, নন্দীর হাট ও চৌধুরীহাট এলাকায় সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১০ টি মামলায় বিদ্যুৎ আইন,২০১৮ অনুযায়ী মোট ১৭,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।