মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ
চন্দনাইশে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ দোকানীকে ৫৯ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সদর বাজার ও বৈলতলী ইউনুছ মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এসময় সদর বাজারের ইলিয়াছ ষ্টোর ১০ হাজার, এম. এ হাকিম ষ্টোর ১০ হাজার, জাফর ষ্টোর ২ হাজার, মক্কা মদিনা ষ্টোর ৫ হাজার, ফজল করিম (চায়ের দোকান) ১ হাজার, পারভীন ষ্টোর ৫ হাজার, বৈলতলী ইউনুছ মার্কেটের মোহাঃ ইউছুপ ১ হাজার, বিকাশ ষ্টোর ১০ হাজার, হাজী মোতালেব এন্ড সন্স ১০ হাজার ও ফোরক ষ্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা গণমাধ্যমকে জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং পণ্যের গুনগত মান নিশ্চিতকরনে এ অভিযান অব্যাহত থাকবে। চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।