অনলাইন ডেস্কঃ গত সাত দিন সারা দেশে হিট স্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার (২৯ এপ্রিল) হিট স্ট্রোকে মারা যাওয়া তিন জনই পুরুষ। এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরো পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোল রুম মনিটরিং করে সারা দেশ থেকে এই তথ্য সংগ্রহ করেন বলে একজন কর্মকর্তা জানান।
আরও পড়ুন ‘হিট স্ট্রোকে’ বাড়ছে মৃত্যুঝুঁকি, সাবধান থাকতে যা করবেন
হিট স্ট্রোকে গতকাল মারা যাওয়া তিন জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়। মৃতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন।
হিট স্ট্রোকে যারা মারা যাচ্ছেন তারা চুয়াডাঙ্গা, মাদারীপুর, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন