বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার মােহাম্মদপুর এলাকায় জায়গা-সম্পত্তি বিরােধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাে. হােসেন (৫০) গুরুত্বর আহত হয়। আহতকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় জায়গা-সম্পত্তি বিরােধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জােয়ারা মােহাম্মদপুরের মৃত খলিলুর রহমানের ছেলে মাে. হােসেন গুরুত্বর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় রাতে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মাে. হােসেন বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে গতকাল ২৪ আগস্ট চন্দনাইশ থানায় একটি অভিযােগ দায়ের করেন। অভিযােগ পাওয়ার কথা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।