অনলাইন ডেস্কঃ বাঁশখালীর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ১১৫ নং নয়াপাড়া কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইউনুস। তিনি জানান, বুধবার সকাল নয়টর দিকে ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ১১৫ নং কেন্দ্র নয়াপাড়া কেন্দ্রে দোয়াত কলম ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আহমদ উল্লাহ নামে এক ব্যক্তি আহত হয়।
তিনি আরো জানান, বাঁশখালী ছনুয়ার নয়া পাড়ার ওই কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ৬টি বুথে ২০০ ভোট কাস্ট করা হয়েছে।
বাঁশখালী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী ও সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা প্রবাসী সৈয়দ আব্দুল মাবুদ। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন বাঁশখালী-লোহাগাড়া উপজেলায় চলছে ভোটগ্রহণ
উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৫টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩২১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৮১ জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ৪ জন।
বাঁশখালী উপজেলা নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য্ উপজেলাজুড়ে ২২ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ৬ প্লাটুন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে দুই উপজেলায় ভোট উপলক্ষ্যে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্যসূত্র: সিভয়েস২৪
Leave a Reply