বিশেষ প্রতিনিধিঃ উপজেলার দোহাজারী সরকার পাড়া রাস্তার মাথায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১৩ বছরের সাব্বির হোসেন নামে ১ কিশোর নিহত হয়।
গত ৮ সেপ্টেম্বর দুপুরে সাব্বির ১টি মোটর রিক্সা চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠার সময় সরকার পাড়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী শ্যামলী বাসে (ঢাকা মেট্টে-ব-১৪-০১৫০) ধাক্কায় দোহাজারী পৌরসভার আলী হোসেনের ছেলে সাব্বির হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত গাড়ীটি আটক করে হাইওয়ে থানায় খবর দিলে হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ীটি উদ্ধার করে নিয়ে যায়।
গাড়ীর চালক, হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়।
হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান বলেছেন, দুর্ঘটনা কবলিত স্থান থেকে গাড়ীটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বিরের পরিবারকে তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।