অনলাইন ডেস্ক
পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন নাদিয়া কলোনির সামনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
তথ্যসূত্রে জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অ্যালান পরিবহন চট্টমেট্রা-১১-১০৪ বাসটি চট্টগ্রামগামী ঈগল পরিবহনকে ওভারটেকিং করার সময় সড়কের বাম পাশে থাকা পথচারী মো: ইউসুফ (৪০) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। মো. ইউসুফ পটিয়া ৭নং ওয়ার্ডের মালিয়ারা ইউনিয়নের গুরা মিয়ার পুত্র।
হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের পাশে বিয়ের ফুল কমিউনিটি সেন্টারের বিপরীতে ভাড়া বাসা থেকে বের হয়ে আনুমানিক ৪০ বছর বয়সী যুবক রাস্তার পাশ ধরে হাটছিলেন। এসময় দ্রুতগামী বাসটি ওভারটেক করতে গেলে ওই যাত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
Leave a Reply