বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৪ জন আহত ও ১ জন নিহত-১ হয়। ৭ জুলাই মধ্যরাতে কক্সবাজার অভিমুখী সৌদিয়া (চট্ট.মেট্রো-১১-১৮৮৩) বাসের চাকায় পৃষ্ট হয়ে দোহাজারী বারুদখানা এলাকার মো. ইছহাকের ছেলে, কাচাঁ বাজারের নৈশ প্রহরি জসিম উদ্দীন (২৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় কবলিত সোদিয়া বাস ও বাসের চালক লাকসামের মিজানুর রহমান (৪৫) কে আটক করে। নিহত জসিম উদ্দীনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান। অপরদিকে বিকেলে গাছবাড়ীয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫-২৫২৮)’র ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষ হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় ইশমাম। এ সময় চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান এলাকার আবু খালেকের ছেলে রিকশা চালক মো. রুবেল (৩০), তার স্ত্রী রিকশা আরোহী মঈনা আক্তার (২৮), বাশঁখালীর দানু মিয়ার ছেলে পথচারী রফিকুল ইসলাম (৭০), মির্জ্জির দোকান এলাকার রুবেল এরশাদের ৫ বছরের ছেলে মো. ইমরান, ছৈয়দাবাদ এলাকার মো. এরশাদের ছেলে ইসমাম (১০) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে আসা ৪ যাত্রীবাহী প্রাইভেট কার গাছবাড়ীয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ওভারটেক করার সময় পার্শ্ববর্তী ব্যাটারি চালিত রিকশার সাথে ধাক্কা লাগে। কারটি দ্রত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে অবস্থানকারী শিশু ইসমামকে কারের সামনে গ্লাস তুলে নিয়ে ২০ গজের অধিক দুরে নিয়ে ফেলে দেয়। ভাগ্যক্রমে ইশমাম বেঁচে গেলেও কারের সাথে মাথার চুল লেগে থাকে এবং সে গুরুতর আহত হয়। কারের সামনের বাম পাশের চাকা নষ্ট হয়ে বিকল হয়ে যায় এবং সামনের গ্লাস ভেঙ্গে যায়।