আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: প্রতিপক্ষের হামলায় আহত মো. শাহেদ আলী

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় আহত ১


মুহাম্মদ আরফাত হোসেনঃ চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থক প্রবাসী মো. শাহেদ আলী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। মো. শাহেদ আলী (৪০) সাতবাড়িয়া নগর পাড়ার মৃত আকামত আলীর ছেলে।

মো. শাহেদ আলী জানান, ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ প্রথমে তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে আশরাফ মুহুরী হাট বাজারে আসে। বাজারের দক্ষিণ পাশে তাকে দেখতে পেয়ে অস্ত্রধারীরা জব্বারের মানুষ বলে তার ওপর হকিস্টিক, লোহার রড, কাঠের বাটাম (দন্ড) দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে হত্যা করা হবে হুমকি দেয়।

আরও পড়ুন জনপ্রিয়তা যাচাই ও চাহিদানুযায়ী উন্নয়ন ত্বরান্বিত করতে ভোটে লড়বেন জব্বার

শাহেদ আরও জানান, ‘সে নির্বাচনকে সামনে রেখে দুবাই থেকে মাত্র ৩ দিন আগে দেশে ফিরেছেন।’

প্রতিপক্ষের হামলায় তার দুই হাত, চোখ ও দুই পায়ে গুরুতর জখম প্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. মঈনুল আনাম। তাকে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

শাহেদ আলীর পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন।

হামলাকারীদের মধ্যে স্থানীয় বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন শাহেদ। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম চন্দনাইশ থানায় উপস্থিত হয়ে আহত শাহেদকে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর