অনলাইন ডেস্কঃ সৌদি আরবের মসজিদে নববীতে মো. আসাদুজ্জামান নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চলতি বছর ২০২৪ সালে বাংলাদেশে থেকে হজে গিয়েছিলেন। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। আজ শনিবার (১৮ মে) হজ পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজ পোর্টালের দেয়া তথ্যানুসারে, ১৫ মে আসাদুজ্জামান মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. আসাদুজ্জামান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামের বাসিন্দা ।
আরও পড়ুন হজ ব্যবস্থাপনা তদারকি করুন
এদিকে শুক্রবার রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
তথ্যসূত্র: যুগান্তর
Leave a Reply