আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিম মাদারবাড়ি থেকে অস্ত্রসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী যুগীচাঁদ মসজিদ লেইন আলম হোটেলের মোড় পাকা রাস্তার উপর থেকে আসামী মাসুদ রানা পারভেজ বিজয় (৩২)কে ০১ রাউন্ড কার্তুজ’সহ হাতেনাতে আটক করেন।

আটককৃত আসামীর হেফাজত হতে উক্ত কার্তুজ উদ্ধারপূর্বক অত্র মামলার বাদী ২৩ অক্টোবর বিধি মোতাবেক জব্দ করেন।
এই ঘটনায় সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ)/রনি তালুকদার বাদী হয়ে ২৪/১০/২০২২ ইং, ধারা- The Arms Act 1878, section 19-A. নিয়মিত অস্ত্র মামলা দায়ের করেন।
এব্যাপারে পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ও অত্র মামলার বাদী এসআই রনি তালুকদার জানান,গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে জানায়, সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী মোগলটুলী কাঁচাবাজার সংলগ্ন বক্করের মাঠস্থ আবছারের গ্যারেজের পরিত্যক্ত টয়লেটের পাশে তাহার আরো একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুকানো অবস্থায় আছে। ধৃত আসামী মাসুদ রানা পারভেজ বিজয় (৩২) এর দেওয়া তথ্য যাচাই বাছাই করার জন্য তাহাকে’সহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় জনগন এবং সাক্ষীদের মোকাবেলায় আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক অত্র মামলার বাদী ইং ২৪/১০/২০২২ তারিখ ২:৩০ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় ০২টি মামলা, ডবলমুরিং থানায় ০২টি মামলা’সহ সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মাসুদ রানা বিজয় সদরঘাট থানাধীন মোগলটুলী, কাচাবাজার, মাতব্বর মসজিদ এলাকার জালাল সওদাগরের বাড়ীর আব্দুস সাত্তারের ছেলে।

অভিযানে সংগীয় অফিসার এসআই মোঃ নুর হোসেন, এসআই পুলক ভট্টাচার্য্য, এসআই মোঃ গিয়াস উদ্দিন এসআই শাফায়াত মোঃ মুকুল, এসআই মোঃ কামরুজ্জামান-১, এসআই নয়ন চন্দ্র দাশ, এসআই মোঃ মোস্তফা মাহমুদ পিয়াল, এএসআই শম্ভু চন্দ্র নাথ, এএসআই রিমন বড়ুয়া, এএসআই রাজিব চৌধুরী, এএসআই রবিউল্লাহ, এএসআই আমির হোসাইন, এএসআই মোঃ মোশারফ হোসেন যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামি মাসুদ রানা পারভেজ প্রঃ বিজয়( ৩২) গত ২০১৯ সালে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় র‍্যাবের হাতে ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মোঃ খোরশেদ আলমের ভাতিজা। সে মোগলটুলি বার কোয়ার্টার, বক্করের মাঠ, কাটাবটগাছ, যুগীচাঁদ মসজিদ লেইন, কমার্স কলেজের আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত ত্রাস সৃষ্টি করে ছিনতাই সহ নানারকম সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ করে আসছেন এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর