মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ লিয়াকত আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. খলিলুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রিলাক্স বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লিয়াকত আলী কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মৃত নছরত আলীর ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"