আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দিয়েছে চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়


আব্দুল জব্বার, লংগদু-রাংগামাটি

রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকাল ১০ টায় চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো: ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুসলিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম শফি কামাল, সেচ্ছাসেবক দলের লংগদু উপজেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তুহিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল জলিল, হৃদয়ে ভাসান্যাদম এর সমন্বয়ক মো:মহিউদ্দিন আযাদ। উপস্তিত ছিলেন বর্ডার গার্ড চাইল্যাতলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আঝহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম তারা, জেলা ছাত্রদলের সহ:সাংগঠনিক আরজ হোসেন সুমন, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্নধার। তাই নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। এছাড়াও শিক্ষার্থীর যেন ভবিষ্যতে পথ হারিয়ে না ফেলে সেজন্য শপথ পাঠ করান বিদ্যালয় এর প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর