উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা সহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ৮এপিবিএন পুলিশ।১৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্প ১১ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
৮ এপিবিএন'র ক্যাম্প ১১,১২ ও ১৮'র কমান্ডার(পুলিশ সুপার)উক্যুসিং পিপিএম'র নির্দেশনায়,এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ হাজার টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা সহ ওই নারীকে আটক করা হয়।আটককৃত নারী তৈয়বা খাতুন (৩৫),ক্যাম্প ১১'র সাব ব্লক সি/৫'র আশ্রিত রোহিঙ্গা লিয়াকত আলীর স্ত্রী ও মৃত ফকির আহমদের কন্যা। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৮ এপিবিএন পুলিশ।
শ.ম.গফুর: