ভ্রাম্যমান প্রতিনিধি >>> কুমিল্লা রিজিয়ন’র আওতাধীন উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। এতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চুরি, ছিনতাই,ডাকাতি ও সড়ক দূর্ঘটনা রোধ কল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বেচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিআইজি হাবিবুর রহমান খান।তিনি বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকাল ৩টা দিকে হাইওয়ে পুলিশের থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুল কবিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স’র ডিআইজি(অপারেশনস্ -পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান আরো বলেন,২০২৪ ”র ৫ আগষ্টের পূর্বে পুলিশ ছিল পকেটে। পুলিশ’কে সঠিক দায়িত্ব পালন করতে দিতো না পলাতক স্বৈরাচার সরকার। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ হয়েছে জনতার। কোথাও হাইওয়ে পুলিশের অনিয়ম দেখে থাকলে ভিড়িও বা অড়িও রেকর্ড করে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি বা আমাকে(ডিআইজি) জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।বশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন’র অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, ২০২৪ ”র ৫ই আগষ্টের পূর্বে পুলিশ ছিল পকেটে। পুলিশ কে সঠিক দায়িত্ব পালন করতে দিতো না পলাতক স্বৈরাচার সরকার। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ হয়েছে জনতার। কোথাও যদি হাইওয়ে পুলিশের অনিয়ম পেয়ে থাকলে ভিড়িও বা অড়িও রেকর্ড করে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি বা আমাকে(ডিআইজি) জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ঢাকা হেড়কোয়াটার্অস অপারেশনস্ -পূর্ব বিভাগ’র ডিআইজি হাবিবুর রহমান খান। খাইরুল আলম (পুলিশ সুপার পদে কর্মরত)।সভায় রাজনৈতিক, সামাজিক,সুশীল সমাজ ব্যক্তিবর্গ, ট্রাক মালিক, সিএনজি, বাজার কমিটির সমিতির সভাপতি/সম্পাদকরা রাস্তায় ও হাট বাজারের বিভিন্ন ধরণের সৃষ্ট সমস্যা দ্রুত নিরসন চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
Leave a Reply