চট্টগ্রামের আনোয়ারায় ৩০বছর পর প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ আব্দুল জলিল প্রকাশ জসিম (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সৈয়দ আব্দুল জলিল উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ছৈয়দ আবদুল জলিল (৫৫) নামের ৩০ বছরের পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ৫ টি ও পটিয়া থানায় ২টিসহ মোট ৭টি প্রতারণার মামলা রয়েছে।সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা প্রতিনিধি:
Leave a Reply