অনলাইন ডেস্ক
দেশে শীতের তীব্রতা বাড়ায় গরিব ও অসহায় মানুষ অত্যধিক কষ্ট পাচ্ছেন। শীত এলেই তারা ঠাণ্ডায় কাতর হন, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। তীব্র শীতে আমাদের দায়িত্ব শীতার্তদের জন্য কিছু করা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পটিয়া গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২৫ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।
পটিয়া উপজেলার সাঁইদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াংসহ ১৭ ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের অসহায় শীতার্তরা শীতবস্ত্র পেয়েছেন এবার।
খলিলুর রহমান বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাই আসুন, তাদের দুঃসহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই। তাদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা শীতের কষ্ট লাঘব করতে পারবে। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।
এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, মো. হাসেম চৌধুরী, এবিটসের সভাপতি ইদ্রিচ অপু, সাইফুল ইসলাম, কেডিএস গ্রুপের কাজল বড়ুয়া প্রমুখ।
Leave a Reply