রাঙ্গুনীয়া থানার পােমরা গ্রামে তালুকদার পাড়াস্থ “রাঙ্গুনীয়া অখণ্ড মণ্ডলী কর্তৃক অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব'র শুভ আবির্ভাব উৎসব ও রাঙ্গুনীয়া অখণ্ড মণ্ডলীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৩ ও ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.০৫ মিনিটে অথ দর্শন ভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযােগিতা,বিকেল ৪.৫০ মিনিটে অখণ্ড সংহিতা পাঠ, বিকেল ৫.৩০ মিনিটে পবিত্র সমবেত উপাসনা ও সন্ধ্যা ৭.০০ টায় হরিও কীর্তনসহ পল্লী পরিক্রমা।
১৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে বিশেষ সমবেত উপাসনা,১০ টায় অরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান, ১০.৪৫ মিনিটে চরিত্র গঠন ভিত্তিক ধর্মীয় সভা, দুপুর আড়াই টায় হরি
কীৰ্ত্তন, বিকেল সাড়ে ৪ টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।