রবিবার (১২ জানুয়ারি ২০২৫) বাদে মাগরিব আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সর বছরের প্রথম মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন গারাংগিয়ার র্বতমান পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহা পরিচালক শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদী। মাহফিলে বাদে মগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ।
কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের উক্ত তরিক্বত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খলীফায়ে রসূল (দঃ), আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত ও দো- জাহানের কামিয়াবী হাছিলের জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।