আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লক্ষ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন চন্দনাইশের অপহৃত ৬ শ্রমিক


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে ৪১ লর্ট এলাহাবাদ এলাকা থেকে বাগানের ৬ শ্রমিককে অপহরণ করে মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনের পরে ১৮ প্যাকেট বিরিয়ানি, ২০প্যাকেট সিগারেট ও ১লক্ষ টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৪১ লর্ট এলাহাবাদ সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের পাহাড়ের প্রজেক্ট ও খামারে এ ঘটনা ঘটে। নিয়মিত এমন অপহরণের ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

অপহৃতরা হলেন— উপজেলার হাশিমপুর ইউনিয়নের ইসমাইল, মোরশেদ, ৪১লট এলাহাবাদ এলাকার চাঁন মিয়া, দীল মোহাম্মদ, আনসারের বাপ ও মম চাকমা।

জানা গেছে, রবিবার সকালে উপজেলার ৪১ লর্ট এলাহাবাদ সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের পাহাড়ের প্রজেক্ট ও খামার থেকে ১০-১৫ জন পাহাড়ি সন্ত্রাসীরা ৬ শ্রমিককে সেখান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এসময় শ্রমিকদের একজনের মোবাইল ফোন থেকে সন্ত্রাসীরা কল করে তাদের স্বজনের কাছ থেকে প্রতিজন ১লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৮ প্যাকেট বিরিয়ানি, ২০প্যাকেট সিগারেট ও ১লক্ষ টাকা মুক্তিপণ পাঠানোর পর শ্রমিকদের সন্ধ্যায় দিকে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। পাহাড়ি সন্ত্রাসীরা ৬জন শ্রমিককে মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতন করে।

প্রজেক্ট ও খামারের মালিক এবং চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

তবে এ বিষয়ে অবগত নন জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা। তিনি বলেন, ‘অপহরণের বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। থানায় লিখিত অভিযোগও করেনি কেউ। এরকম ঘটনা ঘটলে কোনো ধরনের তথ্য দিয়েও সহায়তা করা হয় না। আমরা কোনো তথ্য চাইলে নিরাপত্তার অজুহাতে তারা মুখ খুলেন না বলেও জানান তিনি।’###


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর