আজ হোয়াইটেক্স গার্মেন্টস বাংলাদেশ লিঃ, কর্ণফুলী ইপিজেড চট্টগ্রাম [মালয়েশিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস মালয়েশিয়া এবং ফ্যাক্টরী আছে ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া আর বাংলাদেশের আমাদের ফ্যাক্টরীতে কাজ করে চাইনিজ, মালয়েশিয়ান, ফিলিপাইননো, ইন্ডিয়ান ও বাংলাদেশী ম্যানেজমেন্ট] এর সাথে বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে একটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়।
এই চুক্তি স্বাক্ষরে বিকেটিটিসি এর পক্ষে ছিলেন বিকেটিটিসি এর সম্মানিত অধ্যক্ষ ইন্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া, ইন্সট্রাক্টর এন্ড ট্রেনিং ইনচার্জ ইন্জিনিয়ার সৈয়দ আবু কাউসার, চীফ ইন্সট্রাক্টর এন্ড জব প্লেসমেন্ট অফিসার ইন্জিনিয়ার বিল্টু চাকমা, ল্যাব ইনচার্জ জনাবা নন্দ্রিলা চাকমা আর হোয়াইটেক্স গার্মেন্টস এর পক্ষে ছিলেন হেড অব এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স জি.এম. সাইদুর রহমান মিন্টু এবং ভিয়েতনাম নতুন প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব নিলয় বড়ুয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকেটিটিসি এর অধ্যক্ষ ইন্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া বলেন, এভাবে ইন্ডাস্ট্রি ও ইন্সটিটিউটের মেলবন্ধনে আমাদের নতুন তরুণ প্রজন্ম তাদের কর্মসংস্থানের সুযোগ পেয়ে ক্যারিয়ারের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে!