আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোটেলে আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না দুই আ’লীগ নেতা!


শ.ম.গফুর:

কক্সবাজার পৌর শহরে হোটেলে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহ আওয়ামীলীগ নেতা ও সিটি করপোরেশনের সদ্য সাবেক দুজন কাউন্সিলর। তাদেরকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয়।

তারা হলেন ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক। পরে ওমর ফারুকের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। ওমর ফারুক নগরের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক। আবু বক্কর সিদ্দিক ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক।

ডিবি পুলিশ জানিয়েছে, ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক কক্সবাজারের একটি হোটেল আত্মগোপনে ছিলেন। তাদের শনিবার রাতে আটক করা হয়। পরে ওমর ফারুকের তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। ওমর ফারুক হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‌কক্সবাজার থেকে দুই কাউন্সিলরকে আটক করা হয়। ওমর ফারুকের দেখানো মতে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সোমবার দু’জনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর