আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিরো আলমের পাশে দাঁড়ালেন ম্যাক্স রাজুর স্ত্রী


বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন-এমনটাই জানিয়েছেন। এরপর রিয়ার সঙ্গে ম্যাক্স রাজু নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম। এবার সেই ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জামালপুর মিয়া শিশুমেলা পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশরাফুল আল হিরো আলম।

এ সময় পাশেই বসা ছিলেন ম্যাক্স রাজুর স্ত্রী। হিরো আলম বলেন, মৃত্যুশয্যায় বাবার কাছে না থেকে রিয়া মনি ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার এবং ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।

এক পর্যায়ে ইতি বলেন, আমার স্বামীর (ম্যাক্স রাজু) নাম মুখে নিতে আমার ঘৃণা লাগে। তবে, রিয়া মনিকে ধন্যবাদ। কারণ, আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে।

উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েন হিরো আলম। পরে তারা বিয়েও করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর