আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন


চাটগাঁর সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যদিও ঠিক কী ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। প্রতিদিনই আমাদের এখান থেকে রোগী যায় হাসপাতালে, অসুস্থ হলে কিংবা চেকআপের জন্য। এটি নিয়মিত ঘটনা।’

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর