চট্টগ্রাম নগরীর ১৮ নং সিটি ওয়ার্ডের হাসনেহেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন- বাংলাদেশের কর্ণফুলী আরবান প্রোগ্রামের উদ্যোগে “কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচারাভিযান ২০২২” সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ জুলাই শনিবার বিকেলে কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা, সাবান, সেনিটারি প্যাড বিতরণ, নাটিকা প্রদর্শনী ইত্যাদি।
ওয়ার্ল্ড ভিশনের কর্ণফুলী আরবান প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার খ্রিস্টফার খুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গাইনি চিকিৎসক ডাঃ লোনা দাশ, এফডবিøউভি শামীম আরা মুরাদ, প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার, সীমা খুইয়া, সহকারি প্রধান শিক্ষক শিপ্রা দাশ, সহকারি শিক্ষক কণিকাময়ী পাল, সীমা দাশ, রনবীর দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি সুপারভাইজার সুজানা আফনান।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, পিরিয়ড বা মাসিক লজ্জা বা গোপন রাখার কোন বিষয় নয়। এটি জীবনের ধারাবাহিক প্রক্রিয়া বা বিষয়। এ সময় পুষ্টিকর খাবার খেতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে অভিভাবক বা পরিবারের প্রধানকে দায়িত্বশীল হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষেরও দায়িত্ব পালন করা উচিত।
Leave a Reply