চন্দনাইশ উপজেলার হাশিমপুর সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইসলামিক একাডেমি (হেফজখানা, এতিমখানা ও কুতুবখানা)’র এক অভিভাবক সমাবেশ ২ ডিসেম্বর ২০২৪, সোমবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজচিন্তক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোজাহেরুল কাদের। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক মাস্টার আজিজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার এ এইচ এম মারুফ উদ্দীন চৌধুরী টিটু, মঈনুল ইসলাম। বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক মাওলানা আতিক উল্লাহ এলাহী, হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ রিফাত প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে হাশিমপুর সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইসলামিক একাডেমির যাত্রা শুরু হয়, একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। হেফজখানা চালু হয় ২০১৩ সালে।
বক্তারা বলেন- সন্তানদের সঠিক ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রদানের লক্ষ্যে “সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইসলামিক একাডেমির” পথচলা। চাহিদা ও পারিপার্শ্বিকতার সংমিশ্রণে প্রতিটি শিক্ষার্থীকে মুত্তাকি, পরহেজগার, দক্ষ ও যোগ্য নাগরিক রূপে গড়ে তুলতে এ একাডেমির কর্মযজ্ঞ চলছে। ইহকালীন সুখ ও পরকালীন মুক্তির পথ মসৃণ করতে এ প্রতিষ্ঠানটির সাথে থাকা এলাকাবাসীর উচিত।
স্টাফ রিপোর্টার:
Leave a Reply