অনলাইন ডেস্ক:
হালদা নদী থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়।
স্থানীয় কামাল সওদাগর গণমাধ্যমকে বলেন, হালদা নদীর শাখা খালে মাছটি ভাসতে দেখে আইডিএফ কর্মকর্তাকে ফোন দেন স্থানীয়রা। পরে আইডিএফ এর কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ইউএনওকে অবহিত করে মাছটি উদ্ধার করেন এবং পচে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়।