নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) পাঠানো হয়েছে। তাঁর নাম মুহাম্মদ শহীদুল ইসলাম (২৮)। তিনি হাটহাজারীর মেখল এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারি নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে অস্ত্র নিয়ে চারজন মুখোশ পরিহিত যুবক ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে নেয়। বাড়ির পাশের দোকানটি চালায় শহীদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দোকানে বিকাশ ও নগদের পরিবেশক হিসেবে তারা লেনদেন করতেন।
রাত দুইটার দিকে রাশেদুল বাড়ি ফিরতে দেরী হওয়ায় মোবাইলে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে আমিনুল অস্ত্রধারী ডাকাতদের দেখতে পান। এরপর বাইরে এসে ‘ডাকাত, ডাকাত’ চিৎকার করলে তার ভাই শহীদুলও বের হয়ে দোকানে যান। এসময় ডাকাতরা শহীদুলকে গুলি করে পালিয়ে যায়। তারা দুটি ক্যাশবাক্সের টাকা ও দোকানের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply