মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে গণ পরিবহন শ্রমিকদের কোভিট-১৯ করোনা ভাইরাস রোধে টিকাদান কর্মসূচীর উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে হাটহাজারী বাসস্ট্যন্ড চত্বরে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুফ ও চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সার্বিক সহযোগিতায় কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুফের মহাসচিব আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাটহাজারী বাসস্ট্যন্ড ৫০০ শ্রমিককে টিকা প্রদানের পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, কদমতলি, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে।
এসময় যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক ফারুক খাঁন, জাফর আলম, এয়ার মোহাম্মদ, মুন্না, আলি হায়দার, জহিরুল আনোয়ার, শ্রমিক নেতা জসিম, মোঃ হারুনসহ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply