আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবানের লামায় ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ যুবক আটক


লামা(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামার আজিজনগরে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুস শুক্কুর(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
আটক আবদুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের রুশতমা পাড়ার আবুল কাশেমের ছেলে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) দুপুরে  আজিজনগর পুলিশ ক্যাম্প ইনর্চাজ  মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালানো হয়, অবিযানে চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ আবদুস শুক্কুরকে আটক করা হয়, তাকে আটকের সুযোগ বুঝে তার দুই সহযোগী দেলোয়ার ও মিজান নামের দুই ব্যাক্তি পালিয়ে যায়।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানায়, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে লামা পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর