পুলক কুমার দে, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলার যুবকদের ক্রীড়া বিকাশের লক্ষ্যে এবং মাদকাসক্ত থেকে দূরে রেখে ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে তুলতে হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর আয়োজন করা হয়। এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। এতে আরো উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, রাঙ্গামাটি জেলা মৎস্যজীবিলীগ আহবায়ক উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি জেলা যুবলীগ নেতা মোঃ আবু তৈয়ব, মোঃ সেলিম উল্লাহ্, মোঃ আজম, ঝিনুক ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।