মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য এস.এম জামাল উদ্দিন, ইস্কান্দর মিয়া, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, দোহাজারী পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহেদা বেগম, সাধারণ সম্পাদক শিখা রাণী দেবী, ৫নং ওয়ার্ড সভাপতি নুর বেগম, ৩নং ওয়ার্ড সভাপতি দিলোয়ারা বেগম, পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন, টিকাদানকারী আইবীন আফরোজা প্রমূখ।
Leave a Reply