প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২২, ৯:০২ অপরাহ্ণ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের আরও একটি মাইল ফলক রচিত
কলেজ অডিটোরিয়ামে সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে নুরুল আবছার চৌধুরী
বহু বাধা-বিপত্তি অতিক্রম করে খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা বহুমুখী সেতু আজ ২৫ জুন, ২০২২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানটি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ সরাসরি সম্প্রচার করেন। উক্ত লাইভ সম্প্রচারে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা আলহাজ নুরুল আবছার চৌধুরী, কলেজ অধ্যক্ষ শিব শংকর শীল, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সম্প্রচার শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা আলহাজ নুরুল আবছার চৌধুরী বলেন, স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের আরও একটি মাইল ফলক রচিত হয়েছে। এতে দেশের দক্ষিণাঞ্চলের জেলার নাগরিকের ভোগান্তি দূর হবে এবং দেশের অর্থনীতিতে অগ্রগতি হবে স্বপ্নের এই পদ্মা বহুমুখী সেতুর মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও দৃপ্ত মনোবল দেশের মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.