আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সোনালী ব্যাংক দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে’


অনলাইন ডেস্ক: সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিস চট্টগ্রাম নথ ও চট্টগ্রাম সাউথের ব্যবসায়িক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত‌। শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উক্ত ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মুসলিম চৌধুরী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য গুণগত ঋণ বিতরণের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে সম্মেলনে আগত সকল শাখা প্রধানকে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন সোনালী ব্যাংক শুধু দেশের সর্ববৃহৎ ব্যাংকেই নয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যাংক। তাই সেবার মান থেকে শুরু করে গনুগত ঋণ বিতরণে সোনালী ব্যাংককে এগিয়ে থাকতে হবে । এজন্য শাখা প্রধানদের ব্যাংক নির্ধারিত কর্মসূচি যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এমডি এনড সিইও শওকত আলী খান বলেন, কেবল মুনাফা অর্জনেই সোনালী ব্যাংকের একমাত্র লক্ষ্য নয় এর পাশাপাশি টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখাও সোনালী ব্যাংকের অন্যতম লক্ষ্য। এজন্য মুনাফা উপার্জনের পাশাপাশি সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব বিভিন্ন আর্থসামাজিক কর্মকান্ডে অবদান রাখাও দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের লক্ষ্য।

বিগত ২০২৪ সালের রেকর্ড সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালকে ব্যাংকের জন্য আস্তা আর সেবার মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে চলার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের সাফল্যের পথচলা সহজ করার লক্ষ্যে ১০০ দিনের যে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা যথাযথ অর্জনের জন্য শাখা প্রধানগনকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সোনালী ব্যাংকের ডিজিটাল সেবা সমূহ গ্রাহকের মাঝে দ্রুত পৌঁছে দেওয়ার দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য সোনালী ব্যাংকের পরিচালক মোঃ জাহাঙ্গির আলম এফ সি এম এ বলেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ঋণ বিতরণের কোন বিকল্প নেই। ঋণ বিতরণের পাশাপাশি খেলাপি ঋণ আদায় এর গুরুত্বারোপ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এফসিএমএ, শামীম উদ্দিন আহমেদ, মোহাম্মদ আবু সাঈদ, জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মোঃ মুসা খান, জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রাম সাউথের সম্মানিত জেনারেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন খান সহ বিভিন্ন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধানগন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর