আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা


সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা ও ইউনিয়নের ৬,৭,৮,৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে।

১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী জানান, ৬ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মোহাম্মদ ইফরাদ বিন মনির। তিনি বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর