আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জসিম সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সদরঘাট থানা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদ জানিয়েছেন।

সদরঘাট থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে বিস্ফোরক আইনে সদরঘাট থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ২০২৪ সালের ৪ আগষ্ট সকাল ১১টা থেকে ৫ আগষ্ট রাত আনুমানিক ১০ পর্যন্ত সদরঘাট থানাধীন সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড় পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর আক্রমণের অভিযোগ করা হয়।

ওসি রমিজ আহমদ জানান, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলার ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর