আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈকতে গোসলে নেমে এক শিশু’র মৃতদেহ উদ্ধার:নিখোঁজ-২


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২শিশু। ২৪ নভেম্বর(রবিবার) দুপুর পৌণে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটেছে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।৩শিশু টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোনকার পাড়া আশরাফিয়া দারুল নাজাত হেফজখানার ছাত্র। মৃত উদ্ধার নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেন’র ছেলে।

নিখোঁজ রয়েছেন একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদ’র ছেলে মনজুরুল ইসলাম (১২)।
স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার বেলা ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সৈকতে একই এলাকার ১০/১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামেন। এতে স্রোতের টানে ৩শিশু ভেসে যায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অপর ২শিশু। মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গেছে, কোস্টগার্ডসহ আমরা তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর