আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা মানুষের অধিকার: আনোয়ার হোসেন


মানুষ হিসেবে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকে বলা হয় মানবাধিকার। মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে মানবাধিকার। তাই মানুষের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা অনেক। সম্প্রতি রাজশাহী বিভাগ সফরে এক আলোচনা সভায় এসব কথা বলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি’র চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

রাজশাহী বিভাগ সফরকালে তিনি আরো বলেন, আমাদের দেশে মামলা অনেক বেশি। মামলার খরচ বহন করতে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। তাই সারা দেশে বিনামূল্যে আইনগত পূর্ণসহায়তা (কোর্ট ফিসহ) সকল খরচ সরকারি ভাবে বহন করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী নাজনীন পারভীন নিতু, বিশেষ প্রতিনিধি ইন্জিনিয়ার জাকিউল হোসেন জনি, বিভাগীয় সমন্বয়ক তাহমিনা. আক্তার,রাজশাহী জেলার সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক নাসিমা আকরাম পলি, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মুনসুর হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে সামাজিক বিরোধ নিষ্পত্তির আওতায় ১১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর