নিজস্ব প্রতিবেদক>>>চট্টগ্রামের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা,বিশিষ্ট ব্যবসায়ি,মানবাধিকার কর্মি,ও সমাজসেবী,সাংস্কৃতিকমনা,সাংস্কৃতিক সংগঠন বিশ্বতানের উপদেষ্টা জনাব আবদুল নূর।সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পালন করা হয়েছে।শুক্রবার (৪ জানুয়ায়াী) জিন্নাত সুলতানার পরিচালনায় অপরাজয় বাংলা এতিম,অনাত শিশুদের নিয়ে নগরীর,জেল রোড়,লাল দিঘির পাড়, আনসার ক্লাব,৩য় তলা অপরাজয় বাংলা অফিসে,কেক কাটেন ও নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইভ দ্যা হাঙার পিপলের প্রতিষ্ঠাতা মো: সোহেল হক,সেলিনা রহমান,মুক্তা,হাবিববুর রহমান,আনিসুর রহমান ফরহাদ।এই সময় বিশ্বতানের উপদেষ্টা,আব্দুল নূর বলেন,এই জন্মদিন পালনের উদ্দেশ্য হল সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো।তাই প্রতি বছর শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ নিয়ে এভাবে আয়োজন করা হয়।তিনি আরো বলেন -আজকের শিশু দেশের ভবিষ্যৎ রূপকার।শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব প্রদান করবে।দেশের প্রত্যেক শিশুকে ভবিষতের উপযোগী আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব।একমাত্র যোগ্য নাগরিকরাই পারে দেশকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে।এ দেশের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়।আমাদের দেশে ইউনিসেফ ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রমের উদ্যোগ শুরু হয়েছে।এ প্রক্রিয়ায় সমাজের সব পক্ষের অংশগ্রহণ জোরদার হোক। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত হোক।