আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জনে সামাজিক উদ্যোগের বিকল্প নাই: ইব্রাহিম চৌধুরী


 

বিশেষ প্রতিনিধিঃ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী বলেছেন, প্রতিটি মানব শিশুই সকল অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। অথচ সমাজব্যবস্থা তাদের সাধারণ শিশু ও পথশিশু দু’ভাগে বিভক্ত করেছে। সমাজে সুবিধা বঞ্চিতদের জন্য দয়ার পরিবর্তে বিরক্তির ছাপ প্রকাশ পায়। আমাদের সংবিধানেও অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে। অথচ রাষ্ট্রে ধনী-গরীবের পার্থক্য সৃষ্টিকারী বিষয়গুলো এখনও জিইয়ে রয়েছে । সুবিধাবঞ্চিতরা পথশিশু, পথকলি নাকি টোকাই এই নামকরণ নিয়ে ব্যস্ত থাকলেও তাদের অবস্থার কোন পরিবর্তন নাই। তাই সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জন করতে হলে সামাজিক উদ্যোগ গ্রহণের বিকল্প নাই।

তিনি সোমবার (২৪ মার্চ) সকালে সাতকানিয়া উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, শিশু ও কিশোররা আগামী দিনের জাতির কর্ণধার। তারা বিশ্ব মানবতার সমৃদ্ধ জীবন উন্নয়নের উদীয়মান সম্ভাবনা। যাদের হাতের ছোঁয়ায় নির্মিত হবে বিশ্ব সভ্যতা। অথচ তারা আজ পথের কাঙ্গাল, নির্যাতিত, নিগৃহীত এবং বাস্তুচ্যুত। সুবিধাবঞ্চিতদের জন্য প্রতিটি মানুষের সামাজিক দায়িত্ব রয়েছে। পৃথিবীতে শিশুদের জন্য ভালোবাসা তৈরি হোক। আজকের শিশু বেড়ে উঠুক আগামী দিনের ভালবাসায়। তাই আমাদের স্লোগান হোক ‘মানবতাবোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’।

চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জুনাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, চরতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল হাশেম, সেক্রেটারি মো. হারুন অর রশিদ, প্রবাসী মো. সালাহ উদ্দিন বাদশা ও এ সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. ঈসা।

চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সামির হোসাইন চৌধুরী ত্বকির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. নাজিম উদ্দিন, মো. এনামুল হক, নেজাম উদ্দিন, প্রবাসী মো. নেজাম উদ্দিন, মো. নাছির, মো. জাহেদ, মো. আব্দুল হামিদ ও প্রবাসী মো. হামিদ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান শাখা।

উল্লেখ্য, এ সংগঠনের উদ্যােগে চরতি এলাকার সুবিধাবঞ্চিত ২৫০ শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর