আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুচিয়ায় শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের সুচিয়ায় সনাতন সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়।

১ নভেম্বর অনারম্ভার পরিবেশে আনন্দ উদ্দীপনায় পূজার কর্মসূচি সমাপ্ত হয়। সন্ধ্যায় আলোর উৎসব দীপাবলিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। রাত ৮টায় পূজার ঘটস্থাপন ও রাত ৯টায় পূজা শুরু হয়। এর আগে সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষ্যে মন্দিরে আলোয় আলোকিত করে নিজ নিজ পূজা মণ্ডপসহ বাসা বাড়ি সকলে অন্ধকারকে ছুঁড়ে ফেলে আলোর খুঁজে প্রদীপ প্রজ্বলন করে প্রতিটি বাড়ি ঘরসহ এলাকাজুড়ে আলোর জমকানি। সনাতনী শাস্ত্র মতে দূর্গোৎসব এর পরের অমাবস্যাতে দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিবেশী মুসলিম-বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও পূজা পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর