মোঃ শহীদুল ইসলাম, সাতকানিয়াঃ সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে সী ওয়ার্ল্ড ও রয়েল কনভেশনের উদ্যোগে ১৬ই মার্চ রবিবার সাংবাদিকদের সাথে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । সানা ফ্যাশনের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মাসুমের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহিদুল ইসলাম বাবর । দৈনিক প্রথম আলো সাতকানিয়া প্রতিনিধি মামুন মোহাম্মদ কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন। কেরানিহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। কেরানিহাট প্রগতির ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ আবছার। এছাড়া ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply